Hot Post

10/recent/ticker-posts

100+ Bangla love caption

 Here are some of the most beautiful Bengali Love Quotes, Love Quotes Bangla, Love Status Bengali, Love Caption in Bengali to help you express how you feel. We have brought Romantic Love Quotes in Bengali for you .. so that you do not hesitate to say in front of your love.



তোমার একটা পিকচার দাও না,
আমার সন্তানদের দেখাতে চাই
তাদের মা ১৮ বছরে কেমন ছিল!


আমি চাঁদ চাইনা, সে উঠবে রাতে।
s আমি রাত চাইনা, সে হারাবে প্রভাতে।
আমি ফুল চাইনা, সে ঝরবে দিনের শেষে।
চাই একটা সুন্দর মন,
যা কখনো ভুলবেন না আমাকে।


যদি তুমি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো,
যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা, তেমনি আমি তোমার উপমা!


তুমি চাঁদ নও তবে চাঁদের আলো,
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ,
তুমি নদী নও তবে নদীর ঢেউ,
তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ।


চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও
ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি
তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে
না ঠিক তেমনই করে, আমার ভালোবাসা বুঝে না।


প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না।
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না
পরলে জীবনকে অনুভব করা যায় না ।


বড় ইচ্ছা হয় তোমাকে সাথে
নিয়ে ১ দিন পূর্ণিমার চাদ দেখবো।
সেদিন চাঁদকে বলবো। চাঁদ দেখ
আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর।


তোমায় নিয়ে স্বপ্ন আমার,
তোমায় নিয়ে যত আশা,
তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।


প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়,
যার ফলে ছেলেদের বেশী কষ্ট পেতে হয়।


খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে,
তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে।
কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।


একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না,
বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে।


যখন ঘুম আসে, তখন স্বপ্ন আসে,
যখন স্বপ্ন আসে, তখন আসে,
এর যখন আসো তখন ঘুম আসে না।



Romantic Love Quotes in Bengali


আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।



তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি।
s তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।


যদি জোনাকি হতাম উড়ে যেতাম তোমার কাছে,
মিট মিট করে জোলতাম তোমার চারপাশে।
নীরবে বসতাম তোমার পাশে,
এর বলতাম আই লাভ ইউ।



শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন” বুঝেনিও
আমি আছি তোমার পাশে সারাক্ষন।


কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।


এক মুঠো মিষ্টি রোদ ,
এক গুচ্ছ গোলাপ, কিছু স্বপ্ন,
শিশুর কোমলতা আর আমার হৃদয়
রাঙানো ভালোবাসা দিলাম তোমায়।


সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।



বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক!
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!



হৃদয়ের ক্যানভাসে তোমারি রং দিয়ে আঁকা
এক ছবি, সেই ছবিটি বলে শুধু তোমায় ভালোবাসি।



কেন যেন তোমার কথা আজও মনে পরে,
ভালোবাসার কাব্য লিখি বন্ধু তোমার চোখে,
একবার যদি আসতি ফিরে আমার মনের তীরে,
আমার শুন্য মনে বাধিতাম বাসা তোমায় ঘিরে।




Love Quotes Bangla


প্রদীপ জ্বালিয়ে রেখো, আঁধার কেটে যাবে।
চোখ বুজে থেকো, স্বপ্ন দেখতে পাবে।মন
খুলে রেখো,সুখ উড়ে আসবে।হৃদয় দিয়ে ডেকো,
তোমার মাঝে আমায় খুঁজে পাবে।


দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসে


একটা আকাশে অনেক তারা,
একটা জীবনে দুঃখ ভরা,
অনেক রকম প্রেমের ভুল,
ভুলের জন্য জীবন দিবো,
তবু আমি তোমারি রবো।


বৃষ্টির জন্য বসে আছি;
বৃষ্টির পখ চেয়ে আছি।
আজ বৃষ্টি নামবে।
আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামবে আজ।
আকাশে মেঘ, বাতাসে স্তব্ধতা।
আমার আকাঙ্খা বৃষ্টি হয়ে তুমি আসবে.


স্বপ্নের আসে যাই, তবু কিছু থেকে যাই।
ভালোবাসা আসে যাই, কিছু মনে থেকে যাই।
কত কথা আসে যাই,কিছু কথা গেঁথে যাই।
কিছু দিন থেকে যাই, জীবনে না ভুলে যাই।,
স্মৃতির পাতায় কড়া নেড়ে যাই।


তিনটি শব্দ, আটটি অক্ষর,
দুইটি স্পেস,পাঁচটি ভাওয়েল,
একটি আবেগ, অনেক অর্থ,
একটি শান্তির কথা – I LOVE U


সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে।
জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে।
মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে।
ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।


তুমি সুখী হলে এই আমি দূরে রব।
ভেবোনা না মিসে বিরহ চিরদিন দু:খ পাব।
হৃদয় কতনা রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারন শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আমি আর যাব না।



আমি দেখিনিতো প্রিয়ার চোখের নীরব অভিমান,
দেখলে পরে চোখের জলে করতাম সূর্যস্নান।
আমি দেখেছি শুধু প্রিয়ার চোঁখে আলো আঁধারের খেলা,
তা দেখেই মোর ভালোবাসা নিয়ে যাই গোধূলীবেলা।


Love Caption in Bengali


যতই দেখি ভালো লাগে, চোখ সরে না।
আমার থেকে দূরে গেলে মন মানে না।
এত ভালোবাসি তোমায়, তুমি বুঝ না।


তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি
তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি
আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি
আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি ।


ভালোবাসা নীরব, বলে না কথা।
ভালোবাসা নিঃস্ব, গভীর তার ব্যাকুলতা।
ভালোবাসা কখনও হয় অভিমানী,
স্মৃতির পাতায় বৃষ্টি হয়ে ঝরে চোখের পানি।



ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা.


হতে পার তুমি মন থেকে দুরে তথাপি
রয়েছো মোর নয়নপুরে,
হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো
পরশেরই ভিতরে।
কারণ ভালবাসি শুধুই তোমারে।


কাউকে আবেগের ভালোবাসা দিওনা,
মনের ভালোবাসা দিও !
কারন আবেগের ভালোবাসা একদিন
বিবেকের কাছে হেরে যাবে আর মনের
ভালোবাসা চিরদিন থেকে যাবে।



তুমি আমার দুঃখের ভেলায় সুখের পরশবুলি।
তুমি আমার নিঝুম রাতের একাকিত্বের সাথী।
তুমি আমার জীবনের সকাল সুখের আশা।
তোমাকে নিয়েই আমার জীবনের পথ চলা।


যদি বলো আমার মনে পড়ে কতবার ?
আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার ।
যদি বলো আমায় ভালোবাসো কতো ?
আমি বলবো ওই আকাশে তাঁরা আছে যত ।



ভালোবাসা জিনিসটা কোনওদিন বেধে রাখতে নেই,
খোলা আকাশে ছেড়ে দিতে হয়,
যাতে সে অনেকটা পথ ধরে নিজেকে মেলে ধরতে পারে।


এস.এম.এস. হয়ে থাকবো আমি
তোমার হৃদয় জুড়ে রিংটোন হয়ে বাজবো।
আমি মিষ্টি মধুর শুরে কখন
ভেবোনা আমি তোমার থেকে দূরে,
কাজল হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে।



Love Status in Bengali



আজ বসন্তের ফুলের মাঝে খুঁজি তোমার ছায়া,
কোন বাঁধনে বাধলে তুমি এ কোন জাদু মায়া।
আজ তোমার পেইন নয়ন ভোরে রইবো শুধু আমি চেয়ে,
তুমি আমার প্রথম দেখা শেষ বিকেলের মেয়ে।



ভালবাসা মানে আবেগ দ্বারা
নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল শুধু মাত্র ভালবাসার মানুষের
সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।



নদী খোঁজে সাগর, আকাশ খোঁজে চাঁদ
অন্তর খোঁজে ভালোবাসা, বাড়িয়ে দুটি হাত
কষ্ট খোঁজে দুক্ষ,সুখ খোঁজে হাসি-
আর আমার মন বলে সারাক্ষন তোমায় ভালোবাসি ।



আমি যদি পারি তোমার জন্য কাঁদতে,
তুমি কি পারবে আমার জন হাসতে।?
আমি যদি আমার আপন মানুষদের ছেড়ে আসতে পারি,
তুমি কি পারবে আমাকে আপন করে নিয়ে ভালোবাসতে?



হৃদয় খুলে সপে দিলাম তোর ই চরণে
ইচ্ছা হলে আগলে রাখিস হৃদয় গহীনে,
অনিচ্ছাতে ছুড়ে ফেলিস তোর বাগানে।


তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা
তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের জসনা ।
ভালোবাসার সাগর তুমি আমি অবুঝ মোহনা
তুমি ছাড়া মনের কথা কেউ তো আর বুঝে না ।



ভালোবাসি তোমায় আমি বুঝাবো কি করে,
শুধু জানি তোমায় ছাড়া যাবো আমি মরে।
গাছের পরান মাটি আর আমার পরান তুমি,
তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি।



তুমি আমার অন্ধকারের আলো
মিষ্টি জুরা কানের দুলে
রোদ মাখানো সকাল জমে
তুমি আমায় বাস ভালো!



অল্প, অল্প মেঘ থেকে,
হালকা, হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট, ছোট্ট গল্প থেকে,
ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে, মাঝে ফোন করলে,
সম্পর্কটা মিষ্টি হয় ।



Love Caption Bangla


স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,
আজ গান বেধেছি তোমার দেয়ায় সূরে ,
জানি আমি, তুমি এখন অনেক খানি দূরে,
তবুও তুমি আছো আমার হৃদয় জুড়ে।


ভালোবেসে অনেকেই ভালোবাসা পায় না,
ভালোবাসি বললেই ভালোবাসা যায় না,
ভালোবেসে ভালোবাসা কয় জনে পায় ?
তবুও তো সকলেই ভালোবাসা চায়।


ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে
আমার নিকটে এসে
আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে
গিয়েছি ভেসে


ভুলিনি তো আমি তোমার মুখে হাসি,
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।
আসো আবারো কাছে হাতটা ধরে পাশে,
তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে।


কখনো তোমাকে ভুলে যেতে পারবো না,
s কখনো তোমাকে কষ্ট দিতে পারবো না,
কখনো তোমাকে হারাবো সেটা ও ভাবতে পারিনা,
কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি।
~আই লাভ ইউ~



মেঘের হাতে আঁকতে চাইতে
পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছে অনেক দূরে
হাতে অনেক কাজ,
বৃষ্টি তুমি একটিবার জানিয়ে দিও তাকে,
বন্ধু তোমার পাশে আছে হাজার কাজের ফাঁকে!


অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি,
সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লিখা,
অপুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা ।


দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সোনা,
সোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমি মনের কথা!


ভালোবাসায় কোনো শর্ত থাকতে নেই।
শর্ত থাকলে ব‍্যাপারটা গণিতের মতো হয়ে যায়।
আমি কখনও আশা করিনি যে
তোকেও আমাকে ভালবাসতে হবে।
আমি শুধু একবার বলতে চাই।
আমি ভালোবাসি তোকে।



অনেক পার্থনা করে পেয়েছি তোমায়,
অনেক যত্ন করে রেখেছি তোমায়,
তোমাকে ভুলার কথা ভাবতেই পারি না,
কারন ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়।



মনে পরে তোমাকে,
যখন থাকি নিরবে।
ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে,
স্বপ্ন দেখি তোমাকে,
চোখের প্রতিটি পলকে।
আপন ভাবি তোমাকে নিশ্বাসে ও বিশ্বাসে।



Husband Wife Love Quotes in Bengali


অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই ।


আমিতো তোমার কাছে দামি, যে আমাকে পাওয়ার
অপেক্ষা করে.আমিতো তার কাছে মূল্যবান,
যে আমাকে বুঝার চেষ্টা করে। আমি তাকেই ভালোবাসি,
যে হাজার কষ্টের মাঝেও আমাকে মনে রাখে।


অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যতদিন বেঁছে থাকি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নেবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।


ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা তো যায়না হীরা মুক্ত দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।



অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায়,
যাকে সবচেয়ে বেশী ভালোবাসা যায় ।



ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,
তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস,
জান আমার জান,তুমি আমার প্রাণের মাঝে প্রাণ।


মায়া ভরা ও দুটি চোখে ভালোবাসার কাব্য
লিখে যাই আমি সারা রাত জেগে।
কি সুন্দর তোমার মুখের হাসি,
তাই আমি তাকে আমার চেয়ে বেশি ভালোবাসি।



কাউকে আপন করতে ভয় হয়,
যদি সে ভুল বুঝে দূরে চলে যায়,
কাউকে দূরে সরাতে আর ও ভয় হয়,
যদি সে দূরে গিয়ে অন্য কারো হয়ে যায়।



আজ হটাত বৃষ্টি এলো ভিজে গেলো মন,
ভিজে গেলো সপ্নগুলো, ভিজলো চোখের কোন ।
বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ, সৃতি কাড়ে মন,
হোক না বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষন ।


Love Shayari in Bengali


এলোমেলো হয় হোক না তবু আমার এই জীবন
তোমার ওই চোখের অশ্রূতে করেছি আমি আত্মসমর্পণ,
শুধু তুমি আমায় ভালোবাসো অল্প কিছুটাক্ষণ।


এই পৃথিবীর বুকে যদি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে,
প্লিজ সেদিন আমাকে একটু খবর দিও,
তোমাকে হাসি মুখে একটি নজর দেখে সারা জীবনের
জন্য তোমার চোখের আড়াল হয়ে যাবো, কথা দিলাম।


মন ছুটে যায় দূর অজানায় কোন ইচ্ছায়
কোথায় হারায় কিছু বুঝি না তবু হাসি
ভালোবাসি, থাকি আর না থাকি পাশাপাশি।


চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে।
কখনো মেঘে ঢেকে যাই, কখনো আঁধারে হারায়।
তবু সবকিছু ভুলে হাসে,
কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে।


ভালোবাসি তোমায় আমি ভালোবেসে যাবো,
মনের মধ্যে একটা আশা তোমায় আমি পাবো।



আমার বড় শত্রূ কে জানো?
আমার বড় শত্রূ হলো আমার হৃদয়,
এটা আমার স্পন্দিত হয় শুধু তোমার জন্য।


স্বপ্নের শুরু তোমাকে দিয়ে,
ভালোলাগার প্রথম মুহূর্ত গুলো তোমাকে নিয়ে,
নিঃশব্দ রাত কাটে তোমার কথা ভেবে,
তাই হয়তো এ মনের সব ভালোবাসা তোমায় ঘিরে।


যদি তুমি কাউকে ভালোবাসো,
সে যদি তোমাকে ভালো না বাসে,
তাহলে তুমি বিদ্যুত কে ভালোবাস,
দেখবে বিদ্যুৎ তোমাকে
এমন ভাবে ভালোবেসে জড়িয়ে
ধরবে যে কেউ ছাড়াতে পারবে না,
বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো।



একটু একটু প্রেম আর একটু একটু সুখ,
এই ভালোবাসা পেয়ে ভোরে যাক আমার বুক।
অনেক সাধনার পর পেয়েছি তোমায়,
তাই তোমাকে আর হারাতে চাইনা কোনো অবেলায়।


বৃষ্টি পরে আকাশ জুড়ে, মন যে কাঁদে তোমার তোরে,
বন্ধু তুমি অনেক দূরে, তোমার লাগি পড়ান যে পুড়ে,
এস তুমি আমার তোরে, বাসবো ভালো জীবন ভোরে।



ভালোবাসা মুখে বলিস,
ভালোবাসা জানিস না,
অন্য মেয়ের সাথে তবে,
করলি কেন আনাগোনা!



বিধি তো সব জানো, জানো মনের কথা,
আজওতো পেলাম না আমার বাম পাঁজরের দেখা।
যে আমায় ভালোবাসে পাশে থাকবে সারাটিক্ষণ।
যে আমায় ভালোবাসবে।